নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৬ টি চোরাই মটর সাইকেলসহ শো-রুমের মালিক এবং আরো দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ওরিয়ন শো-রুমের মালিক মহিউদ্দিন(৬২), ম্যানেজার নুরুন্নবী(২৩) ও ক্রেতা শামসুর রহমান(২৫)। জব্দকৃত মটরসাইকেল গুলি ভূয়া কাগজপত্র ও নম্বরপ্লেট তৈরি করে ব্যবহার করা হচ্ছে।
নড়াইল সদর থানার উপ পরিদর্শক জানান, নড়াইল শহরের পূরাতন বাস টার্মিনালের রহমান টাওয়ারের নিচতলায় ওরিয়ন শো-রুমের মালিক পৌরসভার মহিষখোলার মৃত শেখ আবুল হোসেনের ছেলে দীর্ঘদিন চোরাই মটর সাইকেলের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩জুলাই) রাতে অভিযান চালিয়ে বাজাজ ডিসকভার-১৩৫ ফরিদপুর ল-১১-১২০১, ঢাকা মেট্রো ল-২১-১০৯৫, চুয়াডাঙ্গা ল-১১-০৯০৭, ডিসকভার ১২৫ সিসি খুলনা মেট্রো হ-১২-৩৯১৫, হিরো হোন্ডা হান্টার ঝিনাইদহ ল-১১-১২৮৭ ও হিরো সিডি ডন ফরিদপুর হ-১১-৬৮৬৬ নম্বরের ৬ টি মটরসাইকেল আটক করা হয়। এসময় তাদের তিনজনকেও আটক করা হয়। সদর থানার ওসি রেজাউল করিম জানান, চোরাইকৃত মটরসাইকেল গুলিতে অন্যের নাম ঠিকানা ব্যবহার করে ভূয়া কাগজ পত্র ও নম্বরপ্লেট দিয়ে বিক্রি করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শো-রুমের মালিক নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে বলেন, “মটর সাইকেল বিক্রি করেছি, তবে চোরাই গাড়ি নয়”।