নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুর সাড়ে ১২টায় ৪০ হাজার ৪ শ’ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সহয়তা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের এমপি এ কে এম রেজাউল করিম তানসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহাঃ মশিদুল হক। অন্যান্যেদের বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার ও কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম।
