চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন দূর্বৃত্ত গম বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় ব্যক্তিদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। চারঘাট মডেল থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার চারঘাটের উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ থেকে ছেড়ে আসা গমভর্তি একটি ট্রাক ভোর চারটার দিকে উপজেলার নাওদাড়া নামক স্থানে পৌঁছালে দুইটি মোটর সাইকেলে ৫ জন আরোহী ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের ড্রাইভার আলম আলী ও হেলপার মাইনুলকে মারপিট করে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ড্রাইভার এবং হেলপারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে টুটুল (৩৫) নামে একজনকে আটক করে, অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে টুটুলকে চারঘাট থানার টহলরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টুটুলের বাড়ি পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার নামাযগ্রামে। আহত হেলপার মাইনুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে চারঘাট মডেল থানার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতায়ের ঘটনাটি নিশ্চিত করেন ও দ্রুত বিচার আইনে একটি থানায় মামলা হয়েছে।
চারঘাটে যুবদলের ইফতার মাহফিল
গত বুধবার চারঘাট মহিলা ডিগ্রী কলেজ চত্ত্বরে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা শাখার যুবদলের সাধারণ সম্পাদক নাজমূল হকের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মুরাদ পাশা, পৌর বিএনপির সহসভাপতি নুরুল আমীন। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বকুল, শ্রমিক দলের সভাপতি সুজন, উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক জহুরুল ইসলাম জীবন, পৌর যুবদলের সাঃ সম্পাদক হাফিজুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, পৌরছাত্রদলের সভাপতি তিতাস, সাঃ সম্পাদক রাজীবসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন আজমল হক।
ফিলিস্তিনে ইসরাইলী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে চারঘাট জামায়াতের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল চারঘাট সরদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরদহ বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা জামায়াতের আমীর এবং চারঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক এর নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক কামারুজ্জামান, চারঘাট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নকিব উদ্দিন, শেরে-আলম, চারঘাট ইউনিয়ন সভাপতি সাজ্জাদুল ইসলাম, ছাত্রশিবির রাজশাহী পূর্বজেলার ক্রিড়া সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট থানা সভাপতি মারুফখান মানিক, ছাত্র নেতা সালাউদ্দিন মানিক, ওবাউদুল হক বদি প্রমুখ।