মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক ডা. তরুন কান্তি শিকদার গতকাল সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মনবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ। বক্তব্য রাখেন, সুলতান গিয়াস উদ্দিন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, আব্দুল কুদ্দুস বাবুল, আনোয়ার হোসেন আজাদ, ইদ্রিছ আলী তালুকদার, মাহতাব উদ্দিন মাতু, মোঃ শহীদুল্লাহ, এফ.এম ওয়াজেদ আলী তালুকদার, সাংবাদিক রাজ্জাক আহমেদ রাজু ও মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
