রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা-চারঘাট রুটে আগের মতো বিআরটিসির বাস চলাচলের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন মহল। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেন,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,অধ্যক্ষ আব্দুল গফুর মিঞা, এ্যাভোকেট আব্দুল হান্নান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েজ উদ্দীন,মুক্তিযোদ্ধা নূরন্নবী সরকার,সুবেদার (অবঃ) হাতেম আলী,যুবদল সভাপতি বাবুল ইসলাম,শাহিন আলম, মুক্তিযোদ্ধা আলা উদ্দীন,ওলামলীগের জেলা সদস্য অরিফুল ইসলাম,আজিজুল আলম, রেজাউল করিম, মুনজুরুল আলম (শিক্ষক), প্রমুখ।

জানা যায়,এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে তত্ববধায়ক সরকারের আমলে বিআরটিসি দোতলা বাসটি বাঘা-চারঘাট হয়ে রাজশাহীতে চলাচল করতো। সম্প্রতি বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের চাপের মুখে বিআরটিসি দোতলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে বাসটি আগের মতোই চলাচলের দাবি করা হয়। এর আগে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বাঘা-চারঘাট থেকে নির্বাচিত এমপি,পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম দোতলা বাস চলাচলের ঘোষনা দিয়েছিলেন। কিন্তু সাড়া মেলেনি।
