পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় র্যাব ৫ জয়পুরহাট সোমবার অভিযান চালিয়ে উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে ৫০ হাজার টাকার জাল নোট সহ এক মহিলাকে আটক করেছে।
জানাগেছে নওগাঁর বালু ঘা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী রহিমা (৪০) সন্দেহজনক ভাবে নজিপুর নতুনহাট এলাকায় চলাফেরা করায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ জয়পুরহাট এর একটি টিম তাকে আটক করে এবং তল্লাশি করে। এসময় রহিমার কাছ থেকে ১ হাজার টাকার মোট ৫০ টি নোট (সর্বমোট ৫০ হাজার টাকা) উদ্ধার করে। পরে র্যাব ৫ জয়পুরহাট উক্ত রহিমাকে টাকা সহ পত্নীতলা থানায় সোপর্দ্দ করেছে বলে জানা গেছে।