আমতলী (বরগুনা) প্রতিনিধি : ঈদের কেনাকাটায় আমতলীর পোশাকের বাজারে ধুম পড়েছে। স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, আর মাত্র ৫-৬ দিন পরই ঈদ। খুশির এ ঈদকে মনের মতো করে উপভোগ করতে পছন্দের পোশাক কেনাকাটার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছে এলাকার মানুষ। এলাকার তৈরি পোশাক ও রেডিমেড পোশাকের মার্কেটসহ সব ধরনের শপিংমল ঈদ উপলক্ষে ক্রেতাদের ভিড়ের কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকে সরগরম।
আমতলী তালতলীর পোশাকের খুচরা বাজার দখল করে নিয়ে ভারতীয় গোল থ্রি পিস জর্জেটের কাপড়ের ওপর পুথি ও সুতার কাজ থাকায় মেয়েদের নজর কেড়েছে অতি সহজে। ঈদের বাজারে ভারতীয় গোল থ্রি পিস তিন হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভারত ও পাকিস্তানি থ্রি পিসের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি থ্রি পিসের কদরও থেমে নেই। পোশাকের বাজারে দেশীয় তৈরি সুতি ও রেশমি, কাতান কাপড়ের পাখি থ্রি পিস ও লুঙ্গি ড্যান্স থ্রি পিস, পুথি ও সুতার কাজ করা এসব থ্রি পিস বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার ৫০০ টাকায়। এসব পোশাকের পাশাপাশি ভারতীয় নতুন ডিজাইনের নেট শাড়ি, কাতান ও সাগরিকা, ঢাকার নারায়ণগঞ্জের রেশমি শাড়ি ও মিরপুরের বেনারসি শাড়ি, টাঙ্গাইলের জামদানি শাড়ি শোভা পাচ্ছে কেরানীগঞ্জের শাড়িপল্লীর মার্কেটগুলোতে।