চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে ২২ জুলাই মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন। বিশেষ অতিথি ছিলেন চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তূজা, তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক রমজান আলী সরকার রাঙা ও ইকবাল হোসেনের বিদেহী আত্মার শান্তি এবং প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন সরকার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আব্দুল হান্নান, খোরসেদ আলম, ওবায়দুল ইসলাম রবি, সংবাদদাতা আশিকুর আলী অপু ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
