নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার পূর্ব কালিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিশ্বাস জাহাঙ্গির আলমের বাসভবনে উক্ত পার্টি অনুষ্ঠিত হয়।
বিকাল চারটা থেকে শুরু হওয়া ওই আলোচনানুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য প্রদান করেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সভায় বিএনপির (জাহাঙ্গীর গ্রুপ) কালিয়া উপজেলা কমিটি গঠন করা হয়। সরদার আনোয়ার হোসেন কে সভাপতি এবং স. ম. ওয়াহিদুজ্জামান মিলু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সন্ধ্যা ৬ টা নাগাদ ইফতার বিতরণীর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপণী হয়। এই অনুষ্ঠান বিএনপির স্থানীয় নেতৃত্বকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় কয়েকজন কর্মী।
এদিকে বিএনপির কালিয়া থানা কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ইফতার পার্টি সম্পর্কে জানানো হলেও কমিটি গঠনের ব্যাপারে কিছুই বলা হয়নি। কমিটি গঠনের জন্য প্রাক্তণ কমিটির বিলুপ্তি ঘোষনা, কাউন্সিল আহবান করে কর্মীদের ভোট গ্রহন এবং বর্ধিত সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। এছাড়া এই কমিটির কোন ভিত্তি নেই। কোন ব্যক্তি মুখে মুখে বলে দিলেই কমিটি হয়ে যায় না। এব্যাপারে বিশ্বাস জাহাঙ্গির আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নতুন কমিটিকে স্বীকৃতি দিয়েছেন বলে জানান। উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় থেকে স্থানীয় বিএনপি দু’টি গ্রুপে (বিশ্বাস জাহাঙ্গির ও শেখ নওয়াব গ্রুপ) বিভক্ত হয়ে পড়েছে।
