রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুরে বন্যার পানিতে ডুবে জোসনা খাতুন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ২২ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরনেওয়াজী সরকার পাড়া ওই ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন স্থানীয় ফজলুল হকের কন্যা।
জানা যায়, বাড়ির পাশে বন্যার নতুন পানিতে ডুবে যায় জোসনা খাতুন। পরে সঙ্গে সঙ্গে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে পানির আশপাশ ডুবে গেছে। বাড়ির পাশেই ওই বন্যার পানিতে ডুবে যায় সে।
মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।