মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আল-আরাফাহ ইসলামী ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখার উদ্যোগে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার (নান্নু) এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন। সভায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বয়ান করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জিল্লুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক, ব্যাংক এশিয়া শাখা ব্যবস্থাপক একরামুল ইসলাম, রাকাব শাখা ব্যবস্থাপক আহম্মেদ আলী, রাজনীতিক গোলাম নূরানী আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
