মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শেরপুরের নকলায় ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার ১৯৬ টি শহীদ ও বীরমুক্তিযোদ্ধা পরিবারে একটি করে শাড়ি এবং উপজেলার সকল গ্রাম পুলিশের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করেছেন। ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, নকলা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, নকলা থানার আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
