ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মোঃ রুবেল মিয়া (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২২ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রুবেল মিয়া মা-বাবার সাথে অভিমান করে বসতবাড়ির নিজঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন তাত্ক্ষণিক টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
