মেহের আমজাদ, মেহেরপুর : “ইসরাইলের আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনীদের উপর গণহত্যার প্রতিবাদ কর, নয়তো জাতিসংঘ ও ওআইসি বিলুপ্ত কর” সহ “জেগে ওঠো মুসলিম বিশ্ব রুখে দাঁড়াও ইহুদী নরপশুদের বিরুদ্ধে” এ ধরনের স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনীদের উপর গণহত্যা বন্ধ করার দাবিতে মানববন্ধন ও দোয়া করেছে গাংনী জাগ্রত মুসলিম জনতা। আজ সোমবার দুপুর ২টার দিকে মেহেরপুর গাংনী বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে গাংনী বাজার কমিটির সভাপতি হাজী হাফিজুর রহমান, গাংনী মসজিদ কমিটির সভাপতি হাজী মহসিন আলী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ফিলিস্তিনীদের উপর অত্যাচার ও গণহত্যা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। পরে ইহুদী নরপশুদের হাত থেকে নিরীহ ফিলিস্তিনীদের রক্ষার্থে দোয়া অনুষ্ঠিত হয়।