বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে চারদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসামুল হক, বিএম কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার ২০টি স্টল পরিদর্শন করেন।
বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা বিএনপির উদ্যোগে গত রবিবার স্থানীয় পিপলস কিন্ডার গার্টেন স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামের ঠাকুরগাঁও জেলা আমির মাওঃ আব্দুল হাকিম, সদ্য যোগদানকারী জেলা বিএনপির নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আইনুল হক পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া। আলোচনা সভায় উপজেলা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী ফাহিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও চাড়োল ইউ’পি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সভাপতি ইউসুফ আলী, সাধারন সম্পাদক খোরশেদ আলম, ছাত্রদলের আহ্বায়ক মামুন আক্তার সবুর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপির শীর্ষ নেতৃবর্গ। ইফতার মাহফিলে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকরাও যোগদান করেন। এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের আত্মার শান্তি কামনায় ও সন্ত্রাসীর হামলায় আহত বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজুর সুস্থতার জন্য দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওঃ রুহুল আমিন।
