চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় চারজনকে আটক করা হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মন্ডলের ছেলে মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে (২০) ও তেতুল মন্ডলের ছেলে আব্দুল মুমিন (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে , রবিবার রাতে গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমশেদ আলীসহ একদল বিজিবি গয়েশপুর সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে টহল দিচ্ছিল। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে একটি শক্তিশালি বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করে বিজিবি। আটককৃতদের রাতেই জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমশেদ আলী ঘটনা নিশ্চিত করেছেন।
