মাহ্ফুজুর রহমান (মুসা), তারাকান্দা (ময়মনসিংহ) : ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীর মুসলমানদের উপর লাগাতার পাশবিক হামলার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) জুম্বার নামাজের পর তারাকান্দার গরুহাটা মসজিদ প্রাঙ্গন থেকে স্থানীয় তৌহিদী জনতা গাজায় হামলার বিরোদ্ধে বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি তারাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে শেষ করে প্রতিবাদ সভা পালন করে। প্রতিবাদ

সভায় বক্তব্য রাখেন তারাকান্দা বড় মসজিদের ইমাম মাওঃ সাঈফ সাঈদী, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, আরও বক্তব্য রাখেন মো: আজিজুল হক, মো: শাহ্জালাল, হাফেজ মো: ফরিদ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, গাজায় হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। মুসলিমদেও উপর লাগাতার পাশবিক হামলা চালানোর পরও জাতিসংঘ চুপ থাকে, বাংলার মুসলিম ভাউ তাদেও এই অত্যাচার সইবে না। বক্তারা ফিলিস্তিনীর গণহত্যা বন্ধ সহ হামলার তীব্র নিন্দা জানান।
