মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : রকমারী পোশাকে ছেয়ে গেছে নেত্রকোনার পূর্বধলা ঈদের বাজার। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যাস্ততা বাড়ছে দোকানীদের। সকাল থেকে রাত পর্যন্ত ভির লেগেই আছে দোকান গুলোতে।
ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী জামদানী, সিল্ক ও বালু চুড়ির মত হরেক রকমের শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস ও কসমেটিকস্। ক্রেতাদের সিংহভাগই নারী। বিভিন্ন বয়সী নারীদের পদচারণায় মুখরিত ঈদ বাজার। নিজেদের পছন্দের জিনিসটি কিনতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দোকানে। আর তাদের চাহিদা পূরণ করতে বিভিন্ন দোকানের বিক্রেতারা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ক্রেতাদের নিয়ে ব্যাস্ত আছেন। গতবারের তুলনায় এবার শাড়ী, ত্রি-পিসের দাম অনেক বেশী। প্রতি পিচ সূতি শাড়ী ও ত্রি-পিসের দাম বেড়েছে ১ থেকে ২শ টাকা। তার পরও ক্রেতারা খুশি, প্রিয় মানুষটির জন্য ত্যাগ স্বীকার করতে একটুও দ্বিধাবোধ করছেননা।গরমের কারণে এবার সূতি শাড়ীকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা, আবার অনেকেই পছন্দ করছেন টাঙ্গাইল শাড়ী। পূর্বধলার কাপর পট্টির শাড়ী বিক্রেতা কমল ও অনিক বলেন, এবারের ঈদে শাড়ী, ত্রি-পিস-ই বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য বারের তুলনায় সূতি ও টাঙ্গাইলের শাড়ীর চাহীদা বেশী। দেশী শাড়ী বিক্রিতে লাভ কম হলেও ক্রেতা বেশী হওয়ায় এটা পুষিয়ে নেওয়া যায়। কাজী সুপার মার্কেটে আজমেরী গার্মেন্টসের পরিচালক হাজী চঞ্চল বলেন, ভারতীয় টিভি সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে মেয়েদের পোশাক পাখি, ইষ্টিকুটুম, ফ্লোর টাচ, ক্যাটরিনা, দীপিকা, লুঙ্গি ড্যান্স এর চাহিদা বেশি। তাছাড়া পুরনো ঝিলিক, আওয়ারা, হালুয়া প্রভৃতিও ভাল বিক্রি হচ্ছে।