ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থায়ীত্বে নিশ্চয়তার সঙ্গে নান্দনিকতার সৌন্দর্য্যরে অঙ্গীকার নিয়ে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সির এলাকায় ফার্নিচার ভিলেজের যাত্রা শুরু হয়েছে।
শনিবার বিকালে ড.মুহম্মদ শহীদ উজ জামান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রথম দুই ক্রেতার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর মনতোষ কুমার দে,জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম,শিক্ষা বিদ অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন,প্রেস ক্লাব সভাপতি আখতার হোসেন রাজা,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু , অধ্যক্ষ এস এস এ আলী হোসেন,দৈনিক লোকায়নের প্রকাশক সাকেররুল্লাহ, ইকো পাঠশালার উপাধ্যক্ষ জোহোরাতুন নেসা জুসনি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন ফার্নিচার ভিলেজের পরিচালক হাসান আলী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুজন খান।
