ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়ায় ফাতিমা (৪০) নামের এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে ব্য র্থ হয়ে মারধর করেছে এক লম্পট । আহত ফাতিমা তিনদিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধু ফাতিমা সাংবাকিদের জানান, উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা তার স্বামী জেলে আউয়াল মুন্সী সাগরে মাছধরতে গেলে ফাতিমা ও তার শিশু সন্তান নিয়ে একাঘরে বসবাস করে, এই সুযোগে একই গ্রামের আমীর গাজীর লম্পট ছেলে ছগির গাজী (৩৫) গত ১৬ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে হোগোল পাতার বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে এবং ফাতিমাকে একাপেয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষনে ব্যর্থ হয়ে লম্পট ছগির তাকে হাতুরি দিয়ে এলোপাথারী ভাবে মারধর করে পালিয়ে যায়, এতে ফাতিমার স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয় । এব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমানের কাছে সেলফোনে জানতে চাইলে তিনি বলেন, আহত ফাতিমা থানায় এসেছিল। তাকে ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছে।
ভাণ্ডারিয়ায় দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি মো: হাচান ইমাম পান্না বেপারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে উপজেলার কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজয় টিভির পিরোজপুর প্রতিনিধি মো: সামসুল ইসলাম আমিরুল, বাংলাদেশ সমায়ের সুমন মলি¬ক, দৈনিক সংগ্রামের ভাণ্ডারিয়া প্রতিনিধি মো: বশির উদ্দিন,নায় দিগন্তের মো: মামুন হোসেন,ভোরের অঙ্গিকারের বেলায়েত হোসেন মুন্সী, অনিয়মের রনি মাস্টার।