এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় শ্ক্ষিাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানাগেছে। সরকারী ও স্বীকৃতিপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ নব প্রতিষ্টিত ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ন পদ শূন্য থাকায় ব্যাপক ভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, যে সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলি হল: শিলখালী সবুজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছৈয়দ আশরাফ নুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মগনামা শরতঘোনা সাবেক এমপি মরহুম মাহামুদুল করিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী লালজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামালমেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যম মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেকুয়ার নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,উত্তরপূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ আবদুল আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়। পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরী জানান, ইতিমধ্যে দৃষ্টিনন্দন ভবনসহ নতুন ৪ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টা করেছে সরকার। কিন্তু ওই সব বিদ্যালয়ে সরকারী ভাবে ৫ টি শিক্ষকের পদ সৃস্টি করলেও শিক্ষক নিয়োগ প্রদান করা হয়নি। তিনি আরো জানান, ওই সব বিদ্যালয়ে অন্য স্কুল থেকে ডেপুটেশনে শিক্ষক এনে লেখাপড়ার কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি সরকারী ভাবে শিক্ষক নিয়োগ দিলে শুন্যপদ সমুহ পূরণ করা হবে বলে জানান।
বারবাকিয়ায় দরিদ্র মা’দের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র গর্ভবতী মা’দের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা(সহায়তায় এলজিএসপি-২,২০১৩-১৪ ইং) ১৭ জুলাই বারাইয়াটা মাদ্রাসা হলরুমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষন কর্মশালায় প্রধান আলোচক ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার পূর্ণ বর্ধন বড়–য়া। বারাইয়াকাটা কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়নে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ এমইউপি। বিশেষ বক্তা হিসেবে প্রশিক্ষন প্রদান করেন বারাইয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সেবাপ্রদানকারী ডাক্তার বেলাল উদ্দিন,স্বাস্থ্য সহকারী ডাক্তার দেলোয়ার হোছাইন, কমিউনিটি ক্লিনিকের সদস্য মাও: নুর মোহাম্মদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সচিব নবীউল ইসলাম,স্বাস্থ্য সহকারী পরিদর্শক ছৈয়দ ছরওয়ার কামাল, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন,বারাইয়াকাটা কমিউিনিটি ক্লিনিকের সদস্য সচিব মকছুদুর রহমান সিএইচসিপি,কমিউনিটি ক্লিনিকের সদস্য ফিরোজ আহমদ, মুস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচানা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে মা’দের গর্ভবতীকালীন করনীয় শীর্ষক ভিডিওচিত্র দেখানো হয়। পরে পেকুয়া হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স ইছমত জাকিয়া, এফডব্লিউভি হামিদা জন্নাত গর্ভবতী মা’দের চেকআপ করান এবং তাদেরকে বিনামূল্যে ওষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।