আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ‘ব্লুুগোল্ড প্রকল্পের’ রাস্তা মেরামতের কাজের শ্রমিকদের মজুরী নিয়ে লুকোচুরি খেলা চলছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী না পেয়ে বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলামের কাছে অভিযোগ করেছেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাগেছে, পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে (৪৩/২এফ) পোল্ডারে পানি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ৫ হাজার ২শ’৫০ ফুট রাস্তা মেরামতের জন্য ৭ লক্ষ ৫৭ হাজার ৪শ’ ৬৩ টাকা বরাদ্ধ করে। এ কাজের জন্য ৬০ জন নারী ও পুরুষ শ্রমিক ১টি গ্রুপে কাজ করে। এ কাজের তদারকির দায়িত্ব ছিলেন স্থানীয় পানি ব্যবস্থা কমিটি ও পাউবোর কর্মকর্তারা। প্রথম পর্যায় কাজ শেষে শ্রমিকদের ১ লাখ ৭৯ হাজার টাকা মজুরি দেয়। বাকী কাজ ৩০ জুন শেষ হয়। শ্রমিকরা অভিযোগ করেন কাজ শেষের ১৬ দিন অতিবাহিত হলেও আমাদের পাওনা টাকা সংশ্লিষ্ট কমিটি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিশোধ করেনি। তারা আরো অভিযোগ করেন গুলিশাখালী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি পান্নু মিয়া ও সাধারন সম্পাদক আবদুল ওহাব মুন্সি অফিস ম্যানেজের জন্য শতকরা ১৬ টাকা উৎকোচ কেটে রেখে কম মজুরি দিতে চাচ্ছে। আমরা এ টাকা নিতে অস্বীকার করায় তারা আমাদের টাকা নিয়ে তালবাহানা করছে।
শ্রমিকরা গত বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেষে তাকে ঘিরে ধরে এ অভিযোগ করেন। জেলা প্রশাসক হত দরিদ্র শ্রমিকদের বক্তব্য শুনে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে পাউবোর সহকারী প্রকৌশলী গাজী নুর মোহাম্মদ রিপন জানান কমিশন কেটে রাখার ব্যপারে আমার জানা নেই। তবে এখনো কাজ শেষ হয়নি।
পাউবোর গুলিশাখালী পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক ওহাব মুন্সি জানান কমিশন চাওয়ার প্রশ্নই আসে না।
