হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজার ও চরাঞ্চলে জুয়া খেলার মহোত্সব চলছে। গত এক সপ্তাহে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখলে ব্রহ্মপুত্র নদের বিধৌত দুর্গম এলাকায় অভয় আশ্রম হিসেবে ব্যবহার করছে এলাকার পেশাদার জুয়ারীরা। ওই এলাকার হাট-বাজার ও দুর্গম চরাঞ্চল গুলোতে কমপক্ষে ২৫টি স্পটে পট ও তাস দিয়ে জুয়া খেলা চলে আসছে।খোঁজ খবর নিয়ে জানাগেছে, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা,ময়মনসিংহ জেলার নান্দাইল ও গফরগাঁও উপজেলার সীমান্ত দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। নদের বাঁকে জেগে উঠেছে নতুন নতুন চর। সমাজ সচেতন ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতে এসব এলাকায় লাখ লাখ টাকার খেলা হচ্ছে।বর্তমানে চর-কাটিহারী,চর-হাজিপুর,চর-কাওনা,বিলবাগমারা,নাককাটারচর,হাজিপুর কাচারী বাজার,হোগলাকান্দি বাজার,আশুতিয়া বাজার সহ কমপক্ষে ২৫টি র্স্পটে ঈদকে সামনে রেখে জুয়া খেলার মহোৎসব চলছে। চরাঞ্চল গুলোতে রাস্তা না থাকায় যাতায়াতের দিক থেকে দূর্গম হওয়ায় পুলিশ প্রশাসন ঐ জুয়ারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না। এলাকার সচেতন মহল এসব বন্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।
