শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে নূরানী (১২)এক কিশোরী নিহত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নূরানী ওই গ্রামের নূরুল হকের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ীর সামনের মাঠে খেলা করার সময় শিশু নূরানীর ওপর আকস্মিক বজ্রপাত ঘটলে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
