স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদের খানের মা মালেকন নেছা (১১৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। তিনি বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে শ্রীবরদী উপজেলার বারারচর ডাকরাপাড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
