ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ২টি আশ্রয়ন প্রকল্পের ৪১ জন সুবিধাভোগীর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আশ্রয়ন প্রকল্পের ফেইজ-২ এর আওতায় উত্তর কিস্তাকাঠী ও পাজিপুহরিপারা আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌসের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও জেলা সমবায় অফিসার গোলাম কবির শরীফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ হুমাউন কবির এবং আশ্রয়ন প্রকল্প ২টির সভাপতি আমির হোসেন ও জলিল মোল্লা।