মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে খাদ্যদ্রব্যে অপরিস্কার থাকা ও আইন অমান্য করে ব্যবসা করার অপরাধে ৭টি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নগদ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর নেতৃতে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নিতাই চন্দ্র সরকারের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে অপরিস্কার থাকায় ২টি মিষ্টির দোকানে এবং দ্রব্য মূল্য তালিকা না ঝুলানো অপরাধে ৫টি মুদি দোকানের মালিককে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর মোতাবেক নগদ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রায়ই এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।