জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় বাবর (২০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই বুধবার দুপুরে জামালপুর সদরের ঝিনাই ব্রিজের নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সদরের হাটচন্দ্রা পশ্চিমপাড়া এলাকার আব্দুল হানিফের পালক ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল হানিফের পালক ছেলে বাবর আলীর সঙ্গে মেয়ে জামাই বাদলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তিনদিন আগে বাবর আলী সিএনজিসহ বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ বিষয় নিয়ে বাবরের দুলাভাই বাদলকে চাপ দিলে সে পালিয়ে যায়। ঘটনার পর থেকে বাদল পলাতক থাকলে সন্দেহ আরও বেড়ে যায়। বুধবার সকালে বাবরের মৃতদেহ ব্রিজের নিচে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
