মোঃ ফারুক হোসেন, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিককে পেটানোর ঘটনায় ছাত্রলীগের ১২কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল রাতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন- মিজান, মেহেদী, সোহাগ, মোখলেস, বিদ্যুৎ, জাকির, রাহাত, পারভেজ, আমির, সোহেল, শরীফ ও নোবেল। এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের পিটিয়ে আহত করে।
