কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গ্রামবাসীদের উপর চড়াও হয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ভাদার্ত্তী গ্রামে ঘটেছে । আর আসন্ন ঈদকে ঘিরে এখানে চলছে মাদক ব্যবসার ব্যাপক প্রস্তুতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় মাদক ব্যবসার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাদার্ত্তী গ্রামের মাদক ব্যবসায়ী আরমান ও ইমরান গ্রুপের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় শান্তি প্রিয় কিছু গ্রামেবাসী ভাদার্ত্তী গ্রাম ছেড়ে মাদক ব্যবসা এবং এ ব্যবসাকে কেন্দ্র করে কোন রূপ সংঘর্ষ না করার কথা বললে, মাদক ব্যবসায়ী আরমান তার স্ব-দলবলে স্থানীয় গ্রামবাসীর উপর চড়াও হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে সুযোগ বুঝে মাদক ব্যবসায়ী আরমান ও তার দল মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। বেশী বাড়াবাড়ি করলে সাথে ইয়াবা ট্যাবলেট দিয়ে থানায় পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে আরমান ও তার দল গ্রামবাসীকে শাসায় বলেও সূত্র জানায়।
সূত্র আরো জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে উপজেলার ভাদার্ত্তী গ্রামে মাদক ব্যবসার ব্যাপক প্রস্তুতি চলছে। আর এ প্রস্তুতির প্রতিযোগীতাকে কেন্দ্র করেই মাদক ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকবার দ্বিমুখী-ত্রিমুখী সংঘর্ষ হলেও স্থানীয় পুলিশ প্রশাসন ভাদার্ত্তী গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া জানান, সংঘর্ষের ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। তিনি এ ব্যাপারে কিছু জানেন না।