জয়দেব দাস, কলকাতাঃ সঙ্গীত পরিচালক অঞ্জন দত্ত মাদকবিরোধী বিষয় নিয়ে সিনেমা করতে চলেছেন। গণেশ টকিজ সিনেমার পর এই শুক্রবার মুক্তি পেয়েছে অঞ্জনের নতুন ছবি ‘শেষ বলে কিছু নেই’। পরিচালকের পাশাপাশি অন্যতম একটি চরিত্রে তিনি নিজে রয়েছেন এ ছবিতে। মুখ্য ভূমিকায় যীশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শহুরে উচ্চবিত্তের মানবিক টানাপড়েনের মাঝে এ ছবি শুনিয়েছে মাদকবিরোধিতার বার্তা। ব্যাঙ্কক থেকে প্রায় তিরিশ বছর পর ছেলের খোঁজে কলকাতায় এসে বাবা জানতে পারে মাদকাসক্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ছেলের বন্ধুর খোঁজ পেয়ে বাবা আবিষ্কার করে সেও ড্রাগের শিকার। ছেলে গান লিখত। বাবা সুরকার। ছেলের লেখা গানের খোঁজের পাশাপাশি তার বন্ধুটিকে সমাজের মূল স্রোতে ফেরানোর লড়াই এ ছবির মূল বক্তব্য।
