নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদকে ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব সবুর হোসেনের স্বাক্ষরীত চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২০০৯) সনের ৩০শে জুন পর্যন্ত সংশোধিত এর ধারা ১৫/ (১) অনুযায়ী নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়নি। ফলে একই আইনের ১৫ ধারার (৫) উপ-ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিম্নক্ত ভাবে উক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল নিদের্শক্রমে একে আজাদকে করা হইল।