ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ১৫ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তিনি উপজেলার বোগড়া বাড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানান,সীমান্তের ৩৭১ পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।