ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির দুই সাংবাদিকের বিরুদ্ধে গতকাল যুগ্ন জেলা জজ আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহন করে দুই সাংবাদিকের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। একাধিক বার সরকার কর্তৃক নির্বাচিত বরিশাল বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা, ঝালকাঠির প্রথম শ্রেনীর ঠিকাদার, আমদানি ও রপ্তানিকাররক আলহাজ্ব মনিরুল ইসলাম তালুকদার বাদী হয়ে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের প্রতিনিধি দুলাল সাহার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অন্যদিকে ঝালকাঠিতে সাংবাদিকদের একাংশের ৭ দিনের কর্মসূচির মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীকি কর্মবিরতী পালন করা হয়। প্রতিবাদে ১ ঘন্টার এই প্রতীকি কর্মবিরতী কর্মসূচিতে ১০/১২ জন সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠির কয়েক নেতা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রহমান কাজল, হেমায়েত উদ্দিন হিমু, শ্যামল সরকার, দুলাল সাহা, জিয়াউল হাসান পলাশ, মোঃ শফিউল ইসলাম সৈকত প্রমুখ। গত ২৫ জুন দৈনিক সমকালে “ঝালকাঠিতে ব্রিজ নির্ম্মানের নামে চার কোটি টাকা লোপাট ফাইল গায়েব ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এবং যমুনা টেলিভিশনে একই শিরোনামে গত ২৬ জুন সংবাদ প্রচার করে বাদীর এক কোটি টাকার মান-সম্মান হানি ঘটানো হয়েছে বলে মামলায় দাবী করেছে। মামলায় বিবাদীদের প্রতি এক কোটি টাকা পরিশোধের জন্য ডিক্রির প্রার্থনা করা হয়েছে। ঝালকাঠির যুগ্ন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুর রহিম তালুকদার মানি স্যুট (মামলা নং ০১/১৪ইং) মামলাটি গ্রহন করে বিবাদীদের প্রতি সমন ইস্যুর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানায়, ৫০ হাজার টাকার কোর্ট ফি জমা দিয়ে মনিরুল ইসলাম তালুকদার এ মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ প্রমানিত হলে আদালত বিবাদীদের প্রতি এক কোটি টাকা পরিশোধের ডিক্রি দিতে পারেন। গত ৭ জুলাই মনিরুল ইসলাম তালুকদারের বড় ভাই আমিনুল ইসলাম তালুকদার বাদী হয়ে এই দুই সাংবাদিকের নামে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগে একটি মামলা দায়ের করেন। প্রকাশিত সংবাদের বক্তব্য ছিল ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদার ২০০৭-২০০৮ অর্থ বছরে ঝালকাঠি এলজিইডির হালকাযান প্রকল্পেরে চারকোটি টাকার ব্রিজ ও কালভার্ট নির্ম্মানের কাজ পেয়ে আংশিক কাজ করে পুরো চার কোটি টাকার বিল উঠিয়ে নিয়ে ফাইলপত্র গায়েব করে ফেলেছেন যাতে তার দুর্নীতি ফাসঁ না হয়। আর এলজিইডি সুত্রে জানা গেছে, প্রকৃত পক্ষে হালকাযান প্রকল্পে ওই কাজের টেন্ডার মুল্য ছিল আড়াই কোটি টাকা। ঠিকাদার মনিরুল ইসলাম গত ১৫ জুন ২০১০ তারিখ মাত্র এক লাখ দশ হাজার টাকার বিল উত্তোলন করেন এবং দুইকোটি উনপঞ্চাশ লাখ টাকার চুড়ান্ত বিল জমা দেন। কিন্তু ওই সময়ের নির্বাহী প্রকৌশলীর সাথে বিরোধের কারনে মনিরুল ইসলাম বিল পাননি। কিছু দিন পর ওই কাজের তহবিল ফেরত যাওয়ায় তারা আর কোন বিল গ্রহন করতে পারেনি। অন্যদিকে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী মামলা দায়ের হওয়ার পর গত ১০ জুলাই স্থানীয় ত্রিধাবিভক্ত সাংবাদিকদের একাংশ সাংবাদিক সমাজের ব্যানারে স্থানীয় অটোচালক সমিতি, ঝালকাঠি পৌর কর্মচারী সমিতি ও রাজাপুর-কাঠালিয়ার সাংবাদিকের উপস্থিতিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। এ মামলা দায়েরের ঘটনায় সাংবাদিকদ্বয়ের ঘনিষ্ট ঝালকাঠি পৌরমেয়র আফজাল হোসেন সহ বিভিন্ন জন নিন্দা জানিয়ে মামলাটি প্রত্যাহারের দাবী জানান। তবে ১৩ জুলাই জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্দোগে এলজিইডি মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান ১৪ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচী পালনের ঘোষনা করেও স্থগিত করা হয়েছে।
