ঝালকাঠি প্রতিনিধি : এবারের স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডারে’ কৃতিত্ব দেখিয়েছে ঝালকাঠির মেয়ে দিয়া। ঢাকায় অনুষ্ঠিত ন্যাশনাল রাউন্ডে প্রাথমিক গ্রুপে সেরা ৫০ অলরাউন্ডার হয়ে স্কুলের জন্য জিতে নিয়েছে একটি কম্পিউটার। এছাড়া বরিশালে অনুষ্ঠিত সিলেকশন ও রিজিওনাল এবং ঢাকায় অনুষ্ঠিত আরো কয়েকটি রাউন্ডে অংশ নেয়ার জন্য ক্রেস্ট, মেডেল, সনদপত্রসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে। ‘দেখাও যত প্রতিভা তোমার’ এবং ‘প্রতিভার ঝলকে সেরা হও পলকে’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় সে ‘নৃত্য’ বিষয়ে অংশ নেয়।
দিয়ার মূল নাম তাহারিয়ান মাহমুদ। বাবা হানিফ মাহমুদ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও একজন ব্যবসায়ী। মা লায়লা মাহমুদ গৃহিণী। ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী দিয়া। আগেও সে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় কৃতিত্ব প্রদর্শন করে সবার নজর কেড়েছে।
