এস.এম রফিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার অপরিকল্পিত প্রকল্প (রাস্তা পুনঃ নির্মান) বাতিল করে কালীবাড়ী থেকে কলেজ রোড হয়ে হাসাপাতাল মোর পর্যন্ত রাস্তা পুনঃসংস্করন এর দাবীতে সোমবার পৌরসভার কালীবাড়ী মোরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বক্তব্যে বলেন দুর্গাপুর পৌরসভার গাল্স স্কুলের পিছন থেকে বিদ্যানিকেতন মোর পর্যন্ত যে রাস্তা বাস্তবায়নের প্রস্তাব করে যে দরপত্র আহবান করা হয়েছে তা বাতিল করে অধিক জনগুরুত্ব সম্পূর্ন রাস্তা পুনঃ সংস্করনের জন্য পৌরশহরের কালীবাড়ী মোর থেকে কলেজরোড হয়ে হাসপাতাল মোর পর্যন্ত রাস্তাপুনঃ সংস্করন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ,এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিরাজ আলী, সুমন সরকার ,রিংকু দে, মোঃ জসিম, আঃ কাদির,সাথে ১,২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা কাউন্সিলর বানী তালুকদার এই মানববন্ধনে একত্মতা প্রকাশ করেন।
দুর্গাপুরে এনজিও সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন
জেলার দুর্গাপুরে সোমবার বিরিশিরি সারা সংস্থার হলরুমে দুর্গাপুর দ্বি-বার্ষিক এনজিও সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর সিনিয়র এডিপিএম ডেভিড অনুপ সাংমা।
প্রস্তাব সমর্থনের মাধ্যমে পংকজ মারাক(সাকস) সভাপতি ও নিতাই চন্দ্র সাহা(সাফ) সাধারণ সম্পাদক সহ ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান(সারা),সহ সাধারণ সম্পাদক লুদিয়া রুমা সাংমা(ওয়াই ডব্লিও সি এ), কোষাধ্যক্ষ বিপ্লব রাংসা (ওয়াই এম সি এ),সম্মানিত সদস্য মায়া মান্দা(এলডিপিবি),মিন্টু কুমার সাহা(এএমএসএস)। এ কমিটি জুলাই২০১৪ থেকে জুন ২০১৬ ইং পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় কর্মরত মোট ৩৬ টি এনজিও রয়েছে।
