ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৩ জুলাই রবিবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএমএ ওয়ারেজ নাঈম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু, আলহাজ্ব আব্দুল হাই, মুক্তিযোদ্ধা শামছুল আলম প্রমূখ।
