শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি সরকার সমুদ্রসীমা নিয়ে কোনো কাজ করেনি এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাড়া আর কোনো সরকারই সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপি সরকার পদক্ষেপ নিলে বঙ্গোপসাগরের মহীসোপানে আমাদের অধিকার হারাতে হতো না। তিনি ১৩ জুলাই রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনকালে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সময়মতো কাজ শুরু না করলে বাংলাদেশ সমুদ্রের ওপর অধিকার হারাতো।
বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে সচিবালয়ে ওই মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এসময় মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রকল্পগুলো যথেষ্ট ধীরগতিতে এগুচ্ছে। ওইসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।
