মাহ্ফুজুর রহমান, তারাকান্দা (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা মোড় থেকে ১২ হাজার টাকার জাল নোটসহ জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ১৩ জুলাই রবিবার ওই ঘটনা ঘটে।

জানা যায়, ওলমাকান্দি গ্রামের নুর উদ্দিনের পুত্র জহিরুল ইসলাম টিউকান্দ চৌরাস্তা বাজারের একটি দোকানে বিকাশে টাকা পাঠাতে গেলে ব্যবসায়ী জাল টাকার নোট বুঝতে পারে এবং তাকে সন্দেহ করে। এই মুহূর্তে যুবকটি দৌড়ে পালাতে গেলে তাকে ধরে রাখা হয়। তার কাছ থেকে ১১ টি ১০০০ টাকা ও ২ টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায় । এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
