নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাটের সরকারী জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া গ্রামের দুলাল হোসেন রণবাঘা হাটের প্রায় ১ শতাংশ জায়গা জবর দখল করে অবৈধভাবে ইট দিয়ে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করে। গতকাল নন্দীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এতে স্থানীয় জন সাধরণ খুশি হয়।
নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্যা মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গত ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামে সকাল ১০ টায় একটি র্যালি বের হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শামিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবিদুর রহমান, এনামুল হক ও পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অফিস সহকারী হেলাল উদ্দিন।
