শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন আগামী বছরের ১৩ জানুয়ারির পর আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের সেবা দেওয়া বন্ধ করে দেবে। এ সময়ের পর মাইক্রোসফট উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের আর কোন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করবে না। সেইসাথে একই পদ্ধতিতে ২০১৮ সালের ৯ জানুয়ারির পর উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণের নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে টেকজায়ান্ট মাইক্রোসফট।
এর আগে চলতি বছরই মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সংস্করণের নিরাপত্তা বিষয়ক হালনাগাদ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা ওই সেবাকে আরও ৫ বছর বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করার ব্যাপারে মাইক্রোসফটকে অনুরোধ জানিয়েছে। এর আগে উইন্ডোজ এক্সপির সেবা ১৩ বছর পর্যন্ত দেওয়া হয়।
মূলত: মাইক্রোসফট নিজেদের সর্বশেষ হালনাগাদযুক্ত সংস্করণের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মতে, উইন্ডোজ ৮ ব্যবহারকারী বাড়লেই এর সেবা বাড়বে। এ ছাড়া ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ৯ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরেই নতুন এ সংস্করণটি ছাড়া হবে।