জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : টানা ভারীবর্ষণ ও পাহাড়িঢলে ছাতক-দোয়ারা উপজেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। ছাতক পৌরসভাসহ উপজেলার ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, চরমহল্লা, ছাতক সদর, জাউয়া, সিংচাপইড়, উত্তর খুরমা, ছৈলা-আফজলাবাদ, দোয়ারা উপজেলার মান্নারগাঁও, বাংলাবাজার, নরসিংপুর, দোহালিয়া, সুরমা, পান্ডারগাঁও ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। উভয় উপজেলার গ্রামীণ কাঁচা ঘর, সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় রোপা আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। ইসলামপুর ইউনিয়নের রতনপুর, নোয়াকোট, ছনবাড়ি, বাহাদুরপুরসহ বিভিন্ন গ্রামের লোকজন আকস্মিক বন্যায় পানি বন্দি হয়ে পড়েছেন। ছাতক-আন্ধারীগাঁও সড়কের পেপার মিল বাজার সংলগ্ন বিকল্প সড়কটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে পৌর শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ছাতক সদর ইউনিয়নের একাংশ, উত্তর খুরমা, চরমহল্লা ও দোয়ারাবাজারের দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নের লোকজন। এদিকে বন্যার কারনে সুরমা নদীর দু’পাড়ে প্রায় ১০-১২টি স্টোন ক্রাশার মিল বন্ধ হয়ে পড়েছে। পৌরসভার মন্ডলীভোগ, ছোরাবনগর ও চরেরবন্দ এলাকায় পানি বন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। এফআইভিডিবি’র বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়, গাংপাড় নোয়াকোট প্রাথমিক বিদ্যালয়, লুবিয়া প্রাথমিক বিদ্যালয়, নিজগাঁও প্রাথমিক বিদ্যালয়, নোয়াকোট মাদ্রাসা ও মুক্তিরগাঁও মাদ্রাসায় বন্যার পানি প্রবেশ করেছে। ইছামতি ও ছনবাড়ি বাজারের কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ছনবাড়ি সড়কের একটি কালভার্ট ভেঙ্গে গেছে। দোয়ারা উপজেলার বিভিন্ন শাক-সবজির বাগান ও রোপা আমন ধানের চারা পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানের সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমা স্পর্শ করেছে। এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ২০১২সালের বন্যার পুনরাবৃত্তির আশংকা করছেন স্থানীয়রা।
ছাতকে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ১৭জনের বিরুদ্ধে থানায় মামলা, গ্রেফতার ১

ছাতকে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে আহত ইউপি সদস্য সাজ্জাদুর রহমান সুজ্জাদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, তার ভাই রাজন মিয়া, ইঞ্জিনিয়ার সাদেক, খালেদ মিয়া, আশরাফুল আলম রুমানসহ ১৭জনের বিরুদ্ধে এ মামলা (নং-১২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে খালেদ মিয়া (৩৭)কে গ্রেফতার করে পুলিশ। সে গনেশপুর গ্রামের এনায়েত হক কালা মিয়ার পুত্র।
ছাতকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

ছাতকে আহাদ আলী (৪০) নামের হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র। একই গ্রামের আব্দুল করিম হত্যা মামলার পলাতক আসামী। এ মামলায় সে ৮বছর ধরে পলাতক রয়েছে। বুধবার ভোরে এসআই সামছুল আরেফিনের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
