পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা গভর্নেন্ট প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা গতকাল বুধবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারমান এর সমন্বয়ে উপজেলার ১১ টি ইউপির মহিলা সদস্যা এবং পৌরসভার মহিলা কাউন্সিলর সর্বমোট ৩৬ জন নারী সদস্যার সরাসরি ভোটে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন উপজেলা মহিলা ভাইস চেয়ারমান মরিয়ম বেগম শেফা, সহ-সভাপতি নির্বাচিত হন মঞ্জু আরা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাদীরা বেগম, কোষাদক্ষ্য নির্বাচিত হন মর্জিনা বেগম, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন ৭ জন মাসুদা বেগম, দীন মনি তির্গা, কহিনুর বেগম, রশিদা বেগম, খাতিজা বানু, মর্জিনা খাতুন ও পপি রানী।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নওগাঁর উপ-পরিচালক নজরুল ইসলাম, ইউএনডিপির ডিভিশনাল ফ্যাসালিটিটর এন রফিকুল ইসলাম। এসময় উক্ত অনুষ্ঠানে পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
