শ্যামলবাংলা ডেস্ক : নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ৯ জুলাই বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ওই নির্দেশ দেন। এসময় তিনি বলেন,শুধু রমজানে নয়, সারা বছরই নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
