ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে সমাজসেবা অফিস কর্তৃক বেদে,দলিত ও হরিজনদের দেড় লক্ষাধিক টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় জানান, ৯ জুলাই সকাল ১০ টায় অফিস কার্যালয়ে বেদে, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন্য বিশেষ ভাতা কর্মসূচীর আওতায় জুলাই/১৩ থেকে জুন/১৪ পর্যন্ত মাসিক ৩ শত টাকা হারে প্রত্যেককে বাৎসরিক ৩ হাজার ৬ শত টাকা করে মোট ৩২ জনকে ১ লাখ ১৫ হাজার ২ শত টাকা এবং একই কর্মসূচীর আওতায় ৯ জন শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির মোট ৩৯ হাজার ৬ শত টাকা উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টাকা প্রদান করেন। এ সময় সমাজসেবা অফিসার তাপস রায়, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউনিয়ন সমাজকর্মী আবু হাসান, মোস্তাফিজুর রহমান, খবির চন্দ্র মাহাতো, ট্রেড ইন্সট্রাক্টর জগন্নাথ চন্দ্রপাল, সাংবাদিক আবুমুছা স্বপন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।