তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বুধবার সকাল ১০টায় কুমিল্লা সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার তাঁহার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারী অনুদান বিতরণ করেন। তার মধ্যে রয়েছে- টিআর এর ৩৩টি প্রকল্পের জন্য ১৪০ মেট্রিক টন গম প্রদান, ৩টি মসজিদ ও ১টি মন্দিরের জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান, ১২ জন অসহায় দু:স্থ মুক্তিযোদ্ধার জন্য ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক প্রদান। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, ইউএনও মোঃ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, জেলা বিপিএমপিএ’র সভাপতি ডা. একেএম আবদুস সেলিম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবুল কাশেম শোভা, আওয়ামীলীগ নেতা আবদুল আলিম কাঞ্চন প্রমুখ। কুমিল্লা সদর হাসপাতালের মসজিদের জন্য আর্থিক ৫০ হাজার টাকার সরকারী অনুদান প্রদান করে এ কর্মসূচির সূচনা করা হয়। মসজিদের পক্ষে মসজিদ কমিটিকে এ চেক পৌঁছে দেওয়ার জন্য তা মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারের কাছ থেকে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আগত সবাই পবিত্র রমজানে মসজিদ উপাসনালয় সহ দু:স্থ অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারী অনুদান সংগ্রহ করে তা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লা জেনারেল হাসপাতালের মেট্রন মাকসুদা বেগমের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

৯ জুলাই বুধবার কুমিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে মারাত্মক অসুস্থ্য মেট্রন মাকসুদা বেগমের জন্য বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ। গত ৭ জুলাই তিঁনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাকে কুমিল্লা নগরীর মুন হাসপাতালের আই.সি.ইউতে ভর্তি করা হয়। øায়ু রোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন দাসের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজের আই.সি.ইউতে ভর্তি করা হয়। সেখানে তাঁর মেনিংগো-এনকেফালাইটিজ এবং সাথে ডায়াবেটিক কিটো এসিডোসিস রোগ সনাক্ত করা হয়। বর্তমানে তাঁর অবস্থার কোন পরিবর্তন হয়নি, আই.সি.ইউতে মস্তিষ্কের প্রদাহে ছটফট করছেন। ডা. মোঃ আতিকুল ইসলাম ও ডা. ফেরদৌস তাঁর চিকিৎসা করছেন। গতকাল দুপুরে তাঁর শারীরিক অবস্থার কথা শুনে কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ ভেঙ্গে পড়েন এবং মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহ পাকের কাছে তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস আল-ক্বাদেরী। এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সার্জারী বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল হক, ইএনটি বিশেষজ্ঞ ডা. মোঃ হারুনুর রশিদ, এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. মোঃ আতোয়ার রহমান, আরএমও ডা. মোঃ মুজিবুর রহমান, এমওসিএস ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ডা. যোবায়ের, সিনিয়র স্টাফ নার্স- রেহানা বেগম, জাহানারা বেগম, ফেরদৌসী বেগম, দেলোয়ারা বেগম, প্রধান সহকারি মোঃ আনোয়ার কাদের, ওয়ার্ড মাস্টার মোঃ নজরুল ইসলাম, শামসুল হক, আনোয়ারুল করিম প্রমুখ।
