স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় বজ্রপাতে ও পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। ৮ জুলাই মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে বজ্রপাতে সজীব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সজিব ওই গ্রামের নুর ইসলামের পুত্র।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সজীব বাড়ীর উঠানে বৃষ্টির পানিতে ভিজছিল। ওইসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। অন্যদিকে সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামে লিজা (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে স্থানীয় লিটন মিয়ার মেয়ে। বিকেল থেকে শিশু লিজাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
