ঠাকুরগাঁও প্রতিনিধি : ১১ মামলার পালতক আসামী ঠাকুরগাঁও সদর উপজেলার লসকরা গ্রামের ইসরাইলের ছেলে ইব্রাহীমকে পুলিশ গ্রেফতার করেছে। ৮ জুলাই মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কুখ্যাত ডাকাত বলে পরিচিত ইব্রাহীমের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট একটি মামলায় ৩ বছর কারাদন্ড প্রদান করেন।
সদর থানা ওসি একেএম মেহেদি হাসান জানান, ডাকাতি, ছিনতাই, ডলার ব্যবসা,স্বর্ণ ব্যবসা, মোটর সাইকেল চুরির মত ১১ টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করা হয়েছে। দীর্ঘ দিন ধরে পালাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল।