জাহাঙ্গীর তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ভারতীয় ঔষধ রাখার দায়ে শেরপুরের নালিতাবাড়ীতে ৩ ফার্মেসীকে ৫৫ হাজার টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় গৌরহরি মেডিকেলকে ৩০ হাজার টাকা, লাকী মেডিকেল হল ৫ হাজার টাকা ও মধ্যবাজার আল-ফালা এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তারের নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়। এসময় শেরপুর-জামালপুর অঞ্চলের ওষুধ তত্বাধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।