সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে রফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত। বর্তমানে সে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য গ্রামে রফিকুল ইসলামের ছাগল প্রতিবেশী সোহরাব হোসেনের বসতবাড়ীতে লাগানো গাছ খাওয়াকে কেন্দ্র করে আহত রফিকুল ইসলামের বড় ভাই সিরাজুল ইসলামের সাথে হাতাহাতি হয়। খবর পেয়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে সোহরাবের নেতএত্ব প্রতিপক্ষের সাইদুর, বুলেন, শাখাওয়াত, কামরুল ও সেলিম হাসুয়া দেশীয় অস্ত্র লাঠিসোটা দিয়ে রফিকুলের উপর হামলা চালায়। প্রাণ ভরে রফিকুল পানিতে ঝাঁপ দিলে হামলাকারীরা পানিতে নেমে এলোপাথারী আঘাত করে। আঘাতের ফলে মাথায় মারাতœক জখম হয়। স্বজনরা তাকে উদ্বার স্থানীয় চিকিৎসা শেষে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরের দিন সকালে সোহরাব তার দলবল নিয়ে আহতের চাচা কোরবান আলীর পুকুরে জোড়পূর্বক মাছ মেরে নেয় এবং তাকে বাড়ীতে অবরুদ্ধ করে রাখে। এ ব্যপারে থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করে নি।
